
তৈরি পোশাকে করপোরেট কর অপরিবর্তিত চান ব্যবসায়ীরা
রপ্তানিমুখী তৈরি পোশাকে বর্তমানে যে করপোরেট কর রয়েছে, তা আর না বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা এ প্রত্যাশা তুলে ধরেন।
যুক্তি হিসেবে তারা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ও গ্যাসের দাম বৃদ্ধিতে রপ্তানিমুখী এ খাত ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে করপোরেট কর বাড়ানো হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ‘আস্থার ঘাটতি’ দেখা দিতে পারে।
বর্তমানে পোশাক খাতে ১২ শতাংশ করপোরেট কর দিতে হয়। ‘সবুজ কারখানা’ হলে দিতে হয় ১০ শতাংশ। আইএমএফের শর্তে রাজস্ব আদায় বাড়াতে আগামী বাজেটে এই করহার বাড়াতে চায় এনবিআর।
কিন্তু বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) চাইছে, এ হার অপরিবর্তিত থাকুক।