
নিগারের ব্যাটে আবার ঝড়, রেকর্ড উচ্চতায় বাংলাদেশ
মাঠে নামার আগেই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ের সুখবর পান নিগার সুলতানা। পরে ২২ গজে আবার নিজেকে মেলে ধরলেন তিনি, খেললেন ঝড়ো ইনিংস। অধিনায়কের ব্যাটে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল বাংলাদেশ।
আইসিসি উইমেন'স বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই উড়ন্ত ফর্মে নিগার। বিধ্বংসী সেঞ্চুরি করে যাত্রা শুরুর পর তিনি দ্বিতীয় ম্যাচে খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। ধারাবাহিকতা অব্যাহত রেখে স্কটল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার এই অভিজ্ঞ ব্যাটার করলেন ৫৯ বলে অপরাজিত ৮৩ রান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিগারের সঙ্গে দুই অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ও শারমিন আক্তারও ফিফটি করলে পঞ্চাশ ওভারে বাংলাদেশ পায় ২৭৬ রানের পুঁজি। ওয়ানডেতে এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আয়ারল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নিগারের ঝড়ো শতক ও ফারজানা-শারমিনের ফিফটিতে ২৭১ রান করেছিল বাংলাদেশ। এক ম্যাচ পর সেই রেকর্ড নতুন করে লিখল তারা।