
স্ট্রোক-হৃদ্রোগ প্রতিরোধ করতে পারে সস্তা দুই ওষুধের সমন্বিত ব্যবহার
খুবই কমদামি দুটি ওষুধের সমন্বিত ব্যবহার প্রতিরোধ করতে পারে হাজার হাজার স্ট্রোক ও হৃদ্রোগ। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ ও সুইডিশ একদল গবেষক। তাঁরা বলেছেন, দুটি সস্তা ওষুধ একসঙ্গে ব্যবহার করলে হাজার হাজার হৃদ্রোগ বা স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে এবং বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব।
হৃদ্রোগ বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ। হৃদ্রোগগুলোর মধ্যে হার্ট অ্যাটাক বা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। যারা একবার এই রোগের শিকার হন, তাদের মধ্যে প্রথম বছরই আরেকটি অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কারণ, রক্তনালি তখন বেশি সংবেদনশীল থাকে। ফলে সহজে রক্ত জমাট বাঁধতে পারে।
ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির গবেষকেরা একটি গবেষণায় দেখেছেন, হার্ট অ্যাটাকের রোগীদের দুটি ওষুধ—স্ট্যাটিন এবং ইজেটিমিব (কোলেস্টেরল কমানোর ওষুধ)—একসঙ্গে দিলে তাদের আরেকটি হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর ঝুঁকি কমে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গবেষণা
- হৃদরোগের ঝুঁকি