
ফ্যাসিবাদবিরোধী পক্ষের আত্মসমালোচনা কি জরুরি?
ফ্যাসিবাদবিরোধী পক্ষসমূহের আত্মসমালোচনা এখন সময়ের একটি অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। কেননা, অতীতের অভিজ্ঞতাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, আত্মসমালোচনার অভাব এবং অন্ধ চাটুকারিতার প্রতি অযথা আকর্ষণই ফ্যাসিবাদের উত্থানকে ত্বরান্বিত করেছে। যখন অন্যায়, নিপীড়ন এবং স্বৈরাচার সমাজের দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়ে যায়, তখন তার প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতিতে, ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোর মধ্যে কয়েকটি বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যা আত্মসমালোচনার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে উপলব্ধি করাচ্ছে।
প্রথমত, কিছু পক্ষের দাবি যে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা সরকারবিরোধী আন্দোলন এককভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তাদের ভাষা এবং আচরণ দেখে মনে হয়, দেড় মাসের আন্দোলনেই তারা রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে এবং তারা একমাত্র এই পরিবর্তনের নায়ক। তবে বাস্তবতা হলো, দীর্ঘ ১৫ বছর ধরে নির্যাতিত, বঞ্চিত এবং নিপীড়িত রাজনৈতিক শক্তি ও জনগণই এই প্রতিরোধের মূল চালিকাশক্তি ছিল। তাদের আত্মত্যাগ, সংগ্রাম এবং নিষ্ঠা অস্বীকার করা, প্রকৃত ইতিহাসের প্রতি অবিচার। এটি যেন পুরনো একটি প্রবচন—‘ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে’, যেখানে পরিবর্তনের সুযোগকে নিজেদের একক সাফল্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই ধরনের আত্মপ্রশংসা শুধু ইতিহাসের বিকৃতি নয়, বরং জাতির ঐক্য ও সংগ্রামের প্রতি এক ধরনের অশ্রদ্ধা।
- ট্যাগ:
- মতামত
- ফ্যাসিবাদী