
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি: শাওন
যুগান্তর
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৪৬
এ বারের পহেলা বৈশাখটা অন্য বারের তুলনায় যেন একবারে আলাদা। প্রতি বছর আমার দেশে যে ভাবে এই উৎসবটা পালিত হত, সে ভাবে আর হবে না, খুবই অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে শাওনের দীর্ঘ একটি লেখা প্রকাশিত হয়েছে, যেখানে উঠে এসেছে পহেলা বৈশাখ নিয়ে তার ক্ষোভ।
শাওন লিখেছেন, ‘এমন দমবন্ধ করা, অবরুদ্ধ পহেলা বৈশাখ দেখিনি। কখনো দেখব বলেও আশা করিনি। আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল, ছায়ানটের গান। ছোটবেলায় ছায়ানটের গান দিয়ে শুরু হতো দিন। সবাই মিলে রাস্তায় ঘুরে বেড়াতাম, রংবেরঙের মুখোশ কিনতাম। যে দিকে তাকাতাম, সেদিকেই লাল-সাদা।
- ট্যাগ:
- বিনোদন
- পহেলা বৈশাখ
- মেহের আফরোজ শাওন