রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের শান্তিচুক্তির আগে ইউক্রেন সফরের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘যেকোনো সমঝোতার আগে অনুগ্রহ করে ইউক্রেনের বাস্তবতা দেখে যান— আমাদের বেসামরিক নাগরিক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা, শিশুদের অবস্থা নিজের চোখে দেখুন।’