You have reached your daily news limit

Please log in to continue


একা ভ্রমণে সঙ্গী হতে পারে যে ছয় অ্যাপ

ঘুরতে যাওয়ার আগে ভ্রমণসঙ্গী খোঁজা, ঘোরাঘুরির পরিকল্পনায় একেকজনের নানা মত-দ্বিমত এবং শেষ মুহূর্তে অজুহাত দেখিয়ে বেশির ভাগেরই দল থেকে বেরিয়ে যাওয়া— এসব ঝুট-ঝামেলার জন্য অনেকে একাই ভ্রমণ করতে পছন্দ করেন। দেশ কিংবা বিদেশে একা ভ্রমণের মাধ্যমে মিলতে পারে অসাধারণ স্বাধীনতা, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটি সিদ্ধান্ত ও পরিস্থিতি সামলাতে হয় এককভাবেই। তবে প্রযুক্তি এমন জটিলতা অনেকটাই সহজ করেছে। ফোনে সঠিক কিছু অ্যাপ ব্যবহার করলে নতুন শহরে দিকনির্দেশনা খোঁজা, নিরাপদ থাকা ও পথ খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। যেমন—

গুগল ম্যাপ: একক ভ্রমণে গুগল ম্যাপ যেন এক নির্ভরযোগ্য সহচর। অপরিচিত রাস্তায় পথ খুঁজে পাওয়া থেকে শুরু করে আশপাশের দর্শনীয় স্থান বা রেস্টুরেন্ট খোঁজা—সবই সহজ হয়ে ওঠে এ অ্যাপের মাধ্যমে। অ্যাপের অফলাইন ম্যাপ ফিচারটি বেশ কার্যকর, বিশেষ করে যখন ইন্টারনেট সংযোগ দুর্বল থাকে বা বিদেশী সিম কার্ডে সমস্যা দেখা দেয়। আগেভাগে মানচিত্র ডাউনলোড করে রাখলে নেট ছাড়াই দিকনির্দেশনা, কাছাকাছি ক্যাফে বা নিকটবর্তী মেট্রো স্টেশনের অবস্থান জানা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন