কূপে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা, মৃত্যুর মুখ থেকে ফিরে বললেন ‘চা খাব’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১০:১৩

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় পানি তুলতে গিয়ে একটি কূপে পড়ে যান শোভারানি বন্দ্যোপাধ্যায় নামের ৮৫ বছর বয়সি এক বৃদ্ধা। দীর্ঘ সময় ধরে পানিতে ভাসতে থাকেন তিনি। দমকল কর্মীরা তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধা বলেন, ‘চা খাব।’


গত শনিবার সকালে ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়া উপজেলার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ায়।


জানা যায়, স্থানীয় বাসিন্দা শোভারানি বন্দ্যোপাধ্যায় স্বামীর মৃত্যুর পর একা থাকতেন। তার একমাত্র ছেলে থাকেন কলকাতায়। প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার খোঁজখবর নেন ও খাবার দিয়ে যান। শনিবার সকালে বর্ণালী শোভারানির বাসায় গিয়ে তাকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনে থাকা একটি পুরোনো কূপে তাকিয়ে দেখেন, পানিতে পড়ে আছেন শোভারানি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডাকেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও