
সেই এনরিকে, সেই এমেরি এবং আরেকটি ‘বিশ্বাসে মিলায় বস্তু’র আশা
প্রথম আলো
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫২
নিজেদের ওয়েবসাইটে পোল খুলেছে উয়েফা। সেখানে প্রশ্ন করা হয়েছে, অ্যাস্টন ভিলা বনাম প্যারিস সেন্ট জার্মেই—সেমিফাইনালে উঠবে কে? এখন পর্যন্ত ৭৯% ভোট পড়েছে পিএসজির পক্ষে।
আসলে সেটাই তো হওয়ার কথা। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৩–১ গোলের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। এখান থেকে পিএসজিকে বিদায় করতে হলে ফরাসি চ্যাম্পিয়নদের আজ ফিরতি লেগে তিন গোলের ব্যবধানে হারাতে হবে ভিলাকে। উসমান দেম্বেলে–খিচা কাভারাস্কেইয়া–মার্কিনিওসরা যে ছন্দে আছেন, তাতে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে ফেলা আপাতত অসম্ভব মনে হচ্ছে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল ম্যাচ
- ফুটবলার