
যে কোনো আকার নিতে পারে ‘টুথপেস্টের মতো’ এই ব্যাটারি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:১৩
নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, যে কোনো আকৃতি নিতে পারে ‘টুথপেস্টের মতো’ শক্তির এ আধার।
এটি তৈরি করেছে সুইডেনের ‘লিংকোপিং ইউনিভার্সিটি’র গবেষকদের একটি দল। তারা বলছেন, নরম ও টুথপেস্টের মতো এই ব্যাটারি যে কোনও ডিভাইসে লাগানোর মাধ্যমে তা ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রচলিত আকারে বিপ্লব ঘটাতে পারে।
ব্যাটারিটি মেডিকেল ডিভাইস, পরা যায় এমন গ্যাজেট ও পরবর্তী প্রজন্মের রোবটে ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।