You have reached your daily news limit

Please log in to continue


মিষ্টি আপেল-আঙুর দামে ‘তিতা’

দেশের বাজারে আপেলের দাম অস্বাভাবিক বাড়ার পর এখন কিছুটা কমেছে। মান ও বাজারভেদে পাইকারিতে আপেলের দাম কেজিতে কমেছে ১০০ টাকা পর্যন্ত। এরপরও বর্তমানে যে দামে আপেল বিক্রি হচ্ছে, তা নিম্ন আয়ের মানুষের পক্ষে কিনে খাওয়া বেশ কষ্টের। ফলে দাম কমার পরও মিষ্টি আপেল ক্রেতাদের কাছে যেন তিতা লাগছে। শুধু আপেল নয় আমদানি করা সব রকমের ফলের দাম এখন বাজারে বেশ চড়া।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজ আপেল বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজি। কিছুদিন আগে এই আপেল ৪২০ থেকে ৪৫০ টাকা কেজি বিক্রি হয়। গালা আপেলের কেজি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৮০ টাকা, যা কিছুদিন আগে ৪০০ থেকে ৪৫০ টাকা ছিল। কিছুদিন আগে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হওয়া বড় বড় আপেল এখন ২৭০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন