
বিশ্ববাজারে কমেছে সোনার দাম
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:০১
কম্পিউটার ও স্মার্ট ফোনের ওপর শুল্ক রেহাই দেওয়ার পর বিশ্ব বাজারে সোমবার (১৪ এপ্রিল) সোনার দাম কমেছে। এর আগে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে সোনার দাম এখনো আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে।
সোমবার আউন্সপ্রতি সোনার দাম শূন্য দশমিক চার শতাংশ কমে তিন হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন সোনার দাম বেড়ে রেকর্ড তিন হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল।