পাকিস্তান থেকে দেড় লক্ষাধিক কর্মী নিচ্ছে বেলারুশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৫২

পাকিস্তান থেকে দেড় লক্ষাধিক দক্ষ কর্মী নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। এ ইস্যুতে ইতোমধ্যে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে।


গত বৃহস্পতিবার সরকারি সফরে বেলারুশ যান শেহবাজ। শুক্রবার রাজধানী মিনস্কে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, “শিগগিরই আমরা পাকিস্তান থেকে বিপুল সংখ্যক দক্ষ কর্মী নিচ্ছি। এই সংখ্যা হতে পারে ১ লাখ, ১ লাখ ২০ হাজার কিংবা দেড় লক্ষাধিক। আমাদের পছন্দমতো খাতগুলোতে তাদের নিয়োগ দেওয়া হবে। আমরা তাদের গ্রহণ করার জন্য তৈরি।”


সংবাদ সম্মেলনে উপস্থিত শেহবাজ বলেন, “আমি কথা দিচ্ছি যে যেসব কর্মী আমরা পাঠাব, তারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করবে এবং আপনাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি মিনস্ক এবং ইসলামাবাদের মধ্যে মৈত্রীর সেতুবন্ধন নির্মাণেও ভূমিকা রাখবে তারা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও