ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে : ইইউ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

ইউরোপের প্রায় সব দেশে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে। ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের মুসলিমবিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিয়ন লালিসে এ তথ্য জানিয়েছেন।


তুরস্কভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার দেশটির পর্যটন শহর আন্তালিয়া এসেছিলেন ম্যারিয়ন। সেখানে সম্মেলনের অবসরে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারিয়ন লিসা জানান, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে, অর্থাৎ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাঁধার পর থেকে ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণা ও ঘৃণামূলক অপরাধ— উভয়েরই রীতিমতো উল্লম্ফন ঘটেছে।


তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবর থেকে, বিশেষ করে ৭ অক্টোবরের পর থেকে ইউরোপে মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের হার বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে জার্মানিতে— ১৪০ শতাংশ।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও