
ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তায় মন্দার চেয়ে খারাপ পরিণতি হওয়ার আশঙ্কা
শুল্ক নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই একবার শুল্ক আরোপ করছে তো আরেকবার স্থগিত করছেন। ফলে বিশ্ববাজারে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে বিশ্লেষকেরা মনে করছেন, এই অনিশ্চয়তার অবসান না হলে মন্দার চেয়ে খারাপ কিছু হতে পারে।
হোয়াইট হাউস গত শুক্রবার চীনের পণ্যে আরোপিত উচ্চ হারে শুল্ক থেকে কিছু প্রযুক্তিপণ্যকে ছাড় দেওয়ার ঘোষণা দেয়। স্মার্টফোন ও ল্যাপটপের মতো কিছু পণ্য ভোক্তা পর্যায়ে কিছুটা সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে এই আয়োজন।
কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, আগামী সপ্তাহে আমদানি করা সেমিকন্ডাক্টর চিপে নতুন শুল্কের হার ঘোষণা করা হবে। কিছু কোম্পানির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলেও জানান তিনি।
এই ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, চীন থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারের ওপর দেওয়া শুল্ক ছাড় আর বেশি দিন থাকছে না। সেমিকন্ডাক্টর খাতকে ঘিরে পুনর্গঠিত বাণিজ্যনীতিতে এগুলোও অন্তর্ভুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের বৃহত্তম হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা রে ডালিও এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, শুল্কের কারণে যুক্তরাষ্ট্র মন্দার দ্বারপ্রান্তে, যদি সঠিকভাবে বিষয়টি সামলানো না হয়, এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারে।