
রোহিঙ্গাদের অর্থায়নে কাটছাঁট করছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহায়তা বন্ধের পর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অর্থায়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সম্প্রতি দেশটির রোহিঙ্গাদের জন্য ৭ কোটি ৩০ লাখ ডলারের অর্থ ছাড় করলেও আগামী দিনে মার্কিন অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আপাতত রোহিঙ্গাদের জন্য পুরোপুরি অর্থায়ন বন্ধের পরিকল্পনা না থাকলেও অর্থায়ন কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ রোহিঙ্গাদের অর্থায়নে কাটছাঁট করবে দেশটি। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের দুই জ্যৈষ্ঠ কর্মকর্তা ঢাকা সফরে এসে এমন বার্তা দেবেন বলে আভাস দিয়েছে একাধিক সূত্র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চার দিনের সফরে মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক। একদিনের ব্যবধানে দেশটির পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ এবং মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক হতে যাচ্ছেন বাংলাদেশ সফরকারী যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ পর্যায়ের প্রথম কোনো প্রতিনিধি।