
মিমের নববর্ষ কখন আনন্দের ছিল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১১:১৫
নতুন বছরের আগমনে বাঙালির মনে খুশির হাওয়া বইছে। সবার মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ঢালিউড তারকা বিদ্যা সিনহা সাহা মিম। অনুরাগীদের জানিয়েছেন শুভেচ্ছা। কোন সময়ের নববর্ষ বেশি আনন্দের ছিল মিমের কাছে, শৈশবে নাকি এখন? এই নববর্ষে সেকথা জানিয়েছেন অভিনেত্রী।
স্মৃতিচারণায় মিম বলেন, ‘পয়লা বৈশাখ দিনটা আমার কাছে সত্যিই আনন্দের। ছোটবেলা থেকেই দিনটা আমরা উদযাপন করি। ছোটবেলার নববর্ষ উদযাপন নিয়ে নানান স্মৃতি আছে আমার। এই দিনটায় ঈদের মতো করেই আমরা নতুন জামা কিনতাম। যেখানে থাকতাম, ভোলায় এবং কুমিল্লায়, দুটো জায়গাতেই মেলা হতো। মেলায় যেতাম। নববর্ষ বলতে এমনই সুন্দর সব স্মৃতি মনে ভেসে উঠছে।’ নববর্ষ উদযাপন নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে কথাগুলো বলেছেন মিম।