You have reached your daily news limit

Please log in to continue


প্রেমিকার ঠিকানায় ৩০০ উপহার, যে পরিণতি হলো প্রেমিকের

বিচ্ছেদের বদলা নিতে কেউ প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ে। কেউ ঘনিষ্ঠ ছবি ভাইরাল করে দেন। আবার কেউ কেউ ঘনিষ্ঠ মহলে নিন্দা করে বেড়ান— এমন ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু কলকাতার নদীয়ার এক প্রেমিক এসব পথে হাঁটেননি। বরং প্রেমিকার অফিসের ঠিকানায় পাঠালেন ৩০০টি উপহার।

উপহারগুলো ধাপে ধাপে পাঠানো হয়। তাও আবার ক্যাশ অন ডেলিভারি করে। অর্থাৎ, প্রেমিকাকে টাকা দিয়ে সেই উপহার সংগ্রহ করতে হতো। প্রথম প্রথম বিষয়টি বুঝতে পারেননি তরুণী। মনে করছিলেন, কেউ মজা করছে। পরে সংখ্যাটা বাড়তে থাকায় বিরক্ত হয়ে যান প্রেমিকা।

ওই তরুণী ডেলিভারি বয়দের বারবার জানান, উপহার নিতে পারবেন না কারণ সেগুলো তিনি অর্ডারই করেননি। অনলাইন অর্ডার ফেরত দেওয়ার জন্য একাধিক অনলাইন শপিং সাইটে মেয়েটির অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এরপরই ওই তরুণী হন পুলিশের দ্বারস্থ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন