
সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে...
শুক্রবার সন্ধ্যা, ঢাকার একটি এলাকায় শুটিং করছেন শাকিব খান। রূপসজ্জাকক্ষে তখন পরবর্তী দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই ফাঁকে ঈদের সিনেমার প্রসঙ্গে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। ‘বরবাদ’ মুক্তির সেদিন ছিল ১৩তম দিন। সিনেমাটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসের খবর তাঁর কানেও পৌঁছে গেছে। শুটিং ইউনিটের রূপসজ্জা শিল্পী, কস্টিউম ডিজাইনার, পরিচালক থেকে শুরু করে ইউনিটের প্রায় সবাই ‘বরবাদ’ সিনেমার দর্শক চাহিদার কথা বলছিলেন। শাকিব খানও ছিলেন বেশ ফুরফুরে মেজাজে।
ঈদের তৃতীয় সপ্তাহে ‘বরবাদ’ দেশের ১২১ প্রেক্ষাগৃহে চলছে। ‘বরবাদ’ ছবি নিয়ে দর্শকের এই উচ্ছ্বাস চোখে পড়েছে শাকিব খানের। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘দর্শক থেকে শুরু করে হলমালিক, সহকর্মী, পরিচিতজনেরা সবাই আপডেট দিচ্ছেন। অনেকেই ফোন করে জানিয়েছেন, ঈদের সিনেমা নিয়ে এমন উৎসব তাঁরা আগে দেখেননি। দেশের বাইরে মুক্তির আগেও সেখানকার পরিচিতজনদের উচ্ছ্বাস চোখে পড়েছে। আমেরিকা থেকে কাছের মানুষজন টিকিটের জন্য কল করছেন। এটা ভীষণ ইতিবাচক দিক।’