
ডলার ইনডেক্সের মান তিন বছরের মধ্যে সর্বনিম্ন
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১৪:১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ডলারের শক্তিও খর্ব হচ্ছে। গত তিন বছরের মধ্যে শুক্রবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। বিশ্বের ছয়টি মুদ্রার বিপরীতে যে ইউএস ডলার ইনডেক্স প্রণয়ন করা হয়, গত শুক্রবার তার শূন্য দশমিক ৫৬ শতাংশ পতন হয়েছে।
শুক্রবার ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ। প্রতি ইউরোর বিপরীতে এখন ১ দশমিক ১৩ ডলার পাওয়া যাচ্ছে। একইভাবে জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতেও ডলারের দরপতন হয়েছে। দরপতনের হার শূন্য দশমিক ৫১ শতাংশ। দরপতন হয়েছে ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও; সেদিন পাউন্ডের দর বেড়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ডলারের দাম