
কৃষ্ণাকে রেখেই ভুটানের উদ্দেশে দেশ ছাড়লেন আরও ৫ নারী ফুটবলার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১৪:০৮
ভুটানের ফুটবল লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলার অংশ নেবেন, এটি সবারই জানা। আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিতে গেল ৬ এপ্রিলই থিম্পু চলে গেছেন পারো এফসিতে নাম লেখানো চার ফুটবলার- সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
আজ রোববার ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়লেন আরও ৫ জন- সানজিদা আক্তার, মাসুরা পারভীন, রূপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার।