
রিকশা ‘ফাঁদে’ পড়ে না, বরং রিকশার ‘ফাঁদে’ পড়ছে ঢাকা
বুধবার সকাল ১০টা। রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে দেখা যায়, সড়কের বড় অংশজুড়ে চলাচল করছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। চারটি সড়কের সংযোগস্থল ওই গোলচত্বর ঘিরে তীব্র যানজট।
ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গোলচত্বরটি দিয়ে একসময় রিকশা চলাচল করতে দেওয়া হতো না। পুলিশের এ সিদ্ধান্ত ছিল যানজট এড়াতে। তবে অনেক দিন ধরেই গোলচত্বর দিয়ে রিকশা চলাচলে বাধা দেওয়া হয় না।
গোলচত্বরে ঘণ্টাখানেক অবস্থান করে দেখা যায়, রিকশা ও মোটরসাইকেলচালকেরা ট্রাফিক পুলিশের সিগন্যাল মানতে চান না। সুযোগ পেলেই চালানো শুরু করেন। তখন এসব যানবাহনের দেখাদেখি অন্যরাও সিগন্যাল অমান্য করা শুরু করে।
এ ছাড়া চারটি সড়কের মুখে যাত্রীর জন্য ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক অপেক্ষা করে। তাতে অন্য যানবাহনের চলাচলের পথ সরু হয়ে যায়। রাস্তার উল্টো পথ দিয়ে চলাচলের প্রবণতা তো রয়েছেই।