প্রধান উপদেষ্টার চীন সফর স্বাধীন পররাষ্ট্রনীতির প্রকাশ

যুগান্তর মো. সাহাবুল হক প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৮

জনরোষে ক্ষমতা হারানোর মাত্র ২৪ দিন আগে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং গিয়েছিলেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সফরে সাতটি ঘোষণা দেওয়া হয় এবং ২১টি সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়। তিন দিনের সফর শেষ হওয়ার একদিন আগেই শেখ হাসিনা তার প্রতিনিধিদল নিয়ে ঢাকায় ফিরে আসেন।


এর আগেও শেখ হাসিনা চারবার চীন সফর করেছেন। এরকম আগে আর ঘটেনি। একটি দেশের রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে এটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। কারণ সফরের সবকিছু অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে। দুপক্ষের কেউই ইচ্ছা করলে সফরসূচি বাতিল বা পরিবর্তন করতে পারে না। এ ক্ষেত্রে উভয়েরই সম্মতি দরকার হয় এবং সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা দিতে হয়। ঢাকার গণমাধ্যমগুলো ওই সময় প্রতিবেদন প্রকাশ করে, ‘চীন থেকে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।’ কিন্তু কী কারণে শেখ হাসিনা একদিন আগে দেশে ফিরে এসেছিলেন এর সঠিক কোনো বিশ্লেষণ ওই সময় গণমাধ্যমে আসেনি। এ নিয়ে কেউ উচ্চবাচ্যও করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও