
বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ
টিকটকের পর এবার যুক্তরাষ্ট্রে আইনি জটিলতায় পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের বাজারে অন্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যাতে এগিয়ে যেতে না পারে, সেজন্য মেটা একচেটিয়া প্রভাব খাটিয়েছে। আদালতে এ অভিযোগ প্রমাণ হলে মেটাকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করে দেয়ার নির্দেশও দেয়া হতে পারে।
এফটিসি গত সপ্তাহে দাবি করে, মেটা একক আধিপত্য ধরে রাখতে অসাধু পন্থা ব্যবহার করেছে। প্রতিযোগীদের দমাতেই কোম্পানিটি ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ কিনেছিল। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বলছে, ফেসবুকের প্যারেন্ট কোম্পানিটি নিজের সেবার মান বাড়ানোর বদলে ‘প্রতিযোগীদের কিনে নেয়ার কৌশল’ ব্যবহার করেছে। এ মামলার রায়ে মেটাকে হয়তো অ্যাপ দুটি বিক্রি করতে বাধ্য করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমের ভবিষ্যৎ বদলে দিতে পারে।