বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

বণিক বার্তা প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪১

টিকটকের পর এবার যুক্তরাষ্ট্রে আইনি জটিলতায় পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের বাজারে অন্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যাতে এগিয়ে যেতে না পারে, সেজন্য মেটা একচেটিয়া প্রভাব খাটিয়েছে। আদালতে এ অভিযোগ প্রমাণ হলে মেটাকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করে দেয়ার নির্দেশও দেয়া হতে পারে।


এফটিসি গত সপ্তাহে দাবি করে, মেটা একক আধিপত্য ধরে রাখতে অসাধু পন্থা ব্যবহার করেছে। প্রতিযোগীদের দমাতেই কোম্পানিটি ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ কিনেছিল। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বলছে, ফেসবুকের প্যারেন্ট কোম্পানিটি নিজের সেবার মান বাড়ানোর বদলে ‘প্রতিযোগীদের কিনে নেয়ার কৌশল’ ব্যবহার করেছে। এ মামলার রায়ে মেটাকে হয়তো অ্যাপ দুটি বিক্রি করতে বাধ্য করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমের ভবিষ্যৎ বদলে দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও