
পুলিশ সপ্তাহে থাকছে না প্যারেড, নির্বাচনে ভূমিকা নিয়ে নির্দেশনা থাকবে
পরিবর্তিত পরিস্থিতির কারণে এবার পুলিশ সপ্তাহ পিছিয়ে গেছে। ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এবারের আয়োজন হবে তিন দিনের। আগামী সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা ও কাজ কী হবে, তার নির্দেশনা দেওয়া হবে এবারের পুলিশ সপ্তাহে। তবে এবার কোনো প্যারেড হবে না।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, রাজারবাগ পুলিশ লাইনসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কার্যক্রম শুরু হবে। এরপর তিনি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন। পরিবর্তিত পরিস্থিতির কারণে এবারই প্রথম সাত দিন নয়, পুলিশ সপ্তাহ হচ্ছে তিন দিনের এবং কোনো প্যারেড রাখা হয়নি।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এবার শিল্ড প্যারেডসহ অন্যান্য প্রতিযোগিতাও নেই। পুলিশ সপ্তাহ উপলক্ষে পত্রিকায় কোনো ক্রোড়পত্র প্রকাশিত হবে না। রাষ্ট্রপতির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সম্মিলন থাকছে না। এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়েও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা যাবেন না। আর প্রধান বিচারপতির সঙ্গেও কোনো সেশন নেই। রেডিও-টেলিভিশনেও থাকবে না বিশেষ কোনো অনুষ্ঠান।
তবে কোনো কোনো পুলিশ কর্মকর্তা মনে করেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ওই দিন সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। ওই দিন পুলিশ সপ্তাহের অনুষ্ঠান রাখাটাও ঠিক হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশ সপ্তাহ
- প্যারেড