
৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান
সেঞ্চুরি করে দলীয় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। তাঁর সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের গুরুত্বপূর্ণ ১২৩ রানের জুটি ভাঙার পর মোহামেডান ইনিংসে আর কেউ লম্বা সময় দায়িত্ব নিতে পারেননি। ফলে মাঝারি সংগ্রহেই আটকে যায় দলটি। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাঝারি পুঁজি নিয়েও মর্যাদার লড়াইয়ে জিতে গেছে সাদা-কালোরা।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ দিনে আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যবাহী এই দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডান অলআউট হয় ২৬৪ রানে। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর লড়াইয়ের পরও আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে। ৩৯ রানে জেতে মোহামেডান। প্রায় ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর জয়ের স্বাদ পেল মোহামেডান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সবশেষ ২০১৬ সালের মে মাসে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। সেবার ডিপিএলের লিগ পর্বে তারা জিতেছিল ৮ উইকেটে। এরপর পরের ১০ ম্যাচেই হার। এগারতম এসে হারের ধারায় ছেদ ঘটাল মোহামেডান।
- ট্যাগ:
- খেলা
- মোহামেডান
- ক্রিকেট ম্যাচ