
সাফা, টয়া, শাওন তাঁদের চোখেও পানি দেখেছি: জোভান
অভিনয়ের শুরুটা একসঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই পথচলাটা তাঁদের বন্ধু বানিয়ে দেয়। নাটক দিয়ে এই যাত্রা শুরু হলেও এখন ভিন্ন পথে সফল অভিনেতা সিয়াম আহমেদ ও ফারহান আহমেদ জোভান। সিয়াম সিনেমায় এসে বেশি প্রশংসা পাচ্ছেন। অন্যদিকে নাটক দিয়ে ভক্তদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছেন জোভান। এবারও সর্বাধিক ভিউ হওয়া ও প্রশংসিত নাটক জোভানের দখলে। এ অভিনেতা ব্যস্ততার ফাঁকে সবার আগে দেখেছেন বন্ধু সিয়ামের ‘জংলি’ সিনেমা। বন্ধুর সিনেমা নিয়ে কী বললেন জোভান।
ঈদে প্রতিবারের মতো একাধিক নাটক দিয়ে দর্শকদের সামনে আসেন জোভান। এবারও এর ব্যতিক্রম নয়। এবারও ঈদে প্রচারিত হওয়া ‘তোমাদের গল্প’, ‘হৃদয়ের এক কোণে’সহ একাধিক নাটক ট্রেন্ডিংয়ে ছিল। এসব নাটক নিয়ে একের পর এক ফেসবুক লাইভে ভক্তদের মুখোমুখি হয়েছেন। এমন ব্যস্ততার ফাঁকে জোভানের এবার অন্যতম আগ্রহ ছিল বন্ধু সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’ নিয়ে।