
শ্রাবন্তীর পিঠে প্রেমের কবিতা লিখলেন শিবপ্রসাদ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৯:৩৫
একদিকে তিনি যেমন দাপুটে অভিনেতা, সেরকমই পরিচালক কিংবা প্রযোজক রূপেও দারুণ কিছু কাজ উপহার দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
আগেও পর্দায় তার প্রেমিক সত্ত্বা চর্চায় এসেছে, আরও একবার প্রেমিক রূপে নজর কাড়লেন তিনি। এবার অবশ্য তার পাশে দেখা মিলল অভিনেত্রী শ্রাবন্তীর। দুজনের রোমান্টিক দৃশ্য প্রকাশ্যে আসতেই হৈচৈ টলিপাড়ায়।
‘তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন? তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?...’, নেপথ্যে শোনা যাচ্ছে অনুপম রায়ের গলায় এই গান। দৃশ্যে একটু একটু করে গড়ে উঠছে শিবপ্রসাদ-শ্রাবন্তীর প্রেম। যা গড়ায় বিয়ে অবধি।