
চাকরিতে যোগদানের পর করণীয়-বর্জনীয়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৭:০৬
নতুন কর্মস্থলে যোগদান মানেই একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি যেমন আপনার পেশাগত জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক, তেমনি নিজেকে প্রমাণ করার একটি সুবর্ণ সুযোগ। এই সূচনাপর্বটি যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, তবে ভবিষ্যতের পথ অনেকটাই সুগম হয়। তাই প্রথম দিন থেকেই আপনার আচরণ, মনোভাব ও কাজের প্রতি দৃষ্টিভঙ্গি হতে হবে পেশাদার, নম্র এবং শেখার প্রতি উন্মুক্ত। নিচে কিছু করণীয় ও বর্জনীয় দিক তুলে ধরা হলো, যা আপনাকে নতুন অফিসের পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সহায়তা করবে।
নতুন অফিসে করণীয় বিষয়গুলো
প্রফেশনাল আচরণ বজায় রাখুন: সময়নিষ্ঠা আপনার কর্মজীবনের ভিত্তি। অফিসে নির্ধারিত সময়ে প্রবেশ ও নির্ধারিত কাজ যথাসময়ে শেষ করার চেষ্টা করুন। এ ছাড়া, আপনার পোশাকে পেশাদারত্ব বজায় রাখুন। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ড্রেসকোড বা পোশাকসংক্রান্ত রীতি অনুসরণ করে—সেটি মেনে চলাই উত্তম।
- ট্যাগ:
- লাইফ
- ক্যারিয়ার
- ক্যারিয়ার