
ইউনূস সরকার কতটা চাপমুক্ত
৮ এপ্রিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আট মাস পার করল। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ৮ আগস্ট যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন সর্বত্র বিশৃঙ্খল অবস্থা চলছিল। সেই অবস্থা থেকে গত আট মাসে সরকার অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছে।
সাধারণ মানুষের উদ্বেগ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে; আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতার সহিংস প্রতিক্রিয়া আমরা দেখি। একের পর এক মব ভায়োলেন্সের ঘটনাও ঘটেছে, যার রেশ এখনো আছে। দ্বিতীয় উদ্বেগ ছিল নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, আর্থিক খাতের বিশৃঙ্খলা ও জনপ্রশাসনে অস্থিরতা। কয়েক মাস ধরে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পর গত রোজায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছে সরকার। এটা সাফল্যই বলতে হবে। অন্যদিকে জনপ্রশাসনে শুরুতে যে অস্থিরতা চলছিল, তা–ও কমে এসেছে।
গত আট আসে নানা কারণে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। অর্থনীতিবিদদের মতে, প্রতিবছর কর্মবাজারে ২৪ থেকে ২৫ লাখ তরুণ–তরুণী প্রবেশ করেন। কিন্তু তাঁদের কাজের সংস্থান নেই। দেশের বিভিন্ন স্থানে যে ছিনতাই, ডাকাতি ও হানাহানির ঘটনা ঘটে চলেছে, তার একটি বড় কারণ বেকারত্ব।