You have reached your daily news limit

Please log in to continue


ওড়ার সময় বিমানের জানালা কেন খোলা রাখা হয়

বিমানে বসে মেঘের রাজ্যে কে না হারাতে চায়। দুচোখ ভরে অপরূপ সৌন্দর্য দেখতে জানালার পাশের সিট খুঁজে ফেরেন অনেকে। কিন্তু আপনি কি জানেন, যাত্রীদের পরিবেশ উপভোগ ছাড়াও আরেকটি কারণে জানালা খুলে দেওয়া হয়। কোনো যাত্রী না চাইলে ঢাকনা সরিয়ে দিতে অনুরোধও করা হয়।

ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কর্নেল রাজাগোপালনের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিমান ওড়ার বা অবতরণের সময়ে জানলার ঢাকনা সরাতে বলা হয় যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই।

তবে খোলা জানলার সঙ্গে যাত্রী নিরাপত্তার সম্পর্ক কী? রাজাগোপালান বলেছেন, ‘একে বলা হয় ‘সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওরিয়েন্টেশন’। অর্থাৎ চারপাশে যা ঘটছে সেই পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা। যা বিমানের যাত্রী এবং ক্রু সদস্য—উভয়ের জন্যই জরুরি। জানলার ঢাকনা, যাকে বিমানে ‘ব্লাইন্ড’ বলা হয়, তা খোলা থাকলে বাইরের পরিস্থিতিতে নজর রাখা সম্ভব হবে। যাত্রীদের জন্য তো বটেই, ক্রু সদস্যদের জন্যও যা জরুরি।’

গত দুই দশক যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ বিমানের ওড়ার এবং অবতরণের সময়ে। রাজাগোপালন বলছেন, ‘তার কারণ, বিমান ওড়া এবং অবতরণ বিমান চালনার অন্যতম জটিল পদ্ধতি। ওই সময়ে বিমানের ক্রু-সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিমানের গতি, দিকনির্ণয় এবং বিমান চালনার ক্ষেত্রে নানা প্রযুক্তিগত বদল আনা হয়। জানালা খোলা থাকলে বাইরের আলোর সঙ্গে অভ্যস্ত হবে চোখ। কোনও গণ্ডগোল হলে, তা সহজে এবং সময় থাকতে চোখে পড়বে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন