অ্যান্ড্রয়েড, পিক্সেল বিভাগের শত শত কর্মী ছাঁটাই করল গুগল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৩:৩৩

অ্যান্ড্রয়েড সফটওয়্যার, পিক্সেল ফোন ও ক্রোম ব্রাউজারে কাজ করেন এমন শত শত কর্মীকে ছাঁটাই করেছে অ্যালফাবেটের গুগল।


বৃহস্পতিবারই এই ছাঁটাই কার্যক্রম চালিয়েছে মার্কিন সার্চ জায়ান্টটি। এ পরিস্থিতি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার এ খবর প্রতিবেদনে লিখেছে আমেরিকান মিডিয়া কোম্পানি ইনফরমেশন।


জানুয়ারিতে উল্লিখিত ইউনিটগুলোর কর্মীদের কাছ থেকে শেয়ার পুনঃক্রয়ের প্রস্তাব দেওয়ার পর এ কর্মী ছাঁটাই হল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


গুগলের একজন মুখপাত্র বলেছেন, “গত বছর কোম্পানিটির প্ল্যাটফর্ম ও ডিভাইস বিভাগের বিভিন্ন দলকে সমন্বয় করার পর থেকে আরও দক্ষ ও কার্যকরভাবে কাজ করার ওপর মনোযোগ দিয়েছি আমরা। যার মধ্যে জানুয়ারিতে আমরা যে স্বেচ্ছাসেবী কর্মসূচির প্রস্তাব দিয়েছিলাম তার পাশাপাশি কিছু কর্মী ছাটাইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও