আঞ্চলিক সংঘাতের ছায়ায় ওমানে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৩:০৮

ডনাল্ড ট্রাম্পের হুমকি-ধামকি, মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আধিপত্যের মধ্যেই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে আলোচনায় বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।


শনিবার দুই পক্ষের মধ্যে এই আলোচনা একদিকে যেমন আশার সঞ্চার করছে, তেমনি আলোচনায় কোনো ফল না এলে অঞ্চলজুড়ে উত্তেজনা মারাত্মক আকার ধারণ করবে এমন আশঙ্কাও আছে।


কোনো চুক্তি না হলে ইরানে বোমা মারার হুমকি আগেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর পাল্টায় ইরান সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে, তবে তারা ট্রাম্পের পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছে; এমনকি আলোচনা আদৌ কোনো চুক্তিতে গড়াবে কিনা তা নিয়েও তারা সন্দিহান।


দুই পক্ষই আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বললেও তাদের মধ্যে দুই দশকেরও বেশি সময় ধরে চলে বৈরিতার কারণে সৃষ্ট দূরত্ব এখন এতটাই যে এখন পর্যন্ত আলোচনাটি ট্রাম্পের চাওয়া অনুযায়ী মুখোমুখি হবে না ইরানের চাওয়া অনুযায়ী অপ্রত্যক্ষ আলোচনা হবে তাও এখন পর্যন্ত ঠিক হয়নি, বলছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও