You have reached your daily news limit

Please log in to continue


সক্ষমতা নেই বন বিভাগের, আনোয়ারার হাতিগুলো সরানোর উপায় কী?

প্রতিরাতে তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী মরিয়া হয়ে আন্দোলনে নামলেও বন্য হাতি সরিয়ে নেওয়ার সক্ষমতা বন বিভাগের নেই।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) এলাকায় অবস্থান করা হাতির সাথে স্থানীয়দের ‘দ্বন্দ্ব’ হয়ে উঠেছে নিয়মিত ঘটনা।

শুধু ফসলহানি নয়, গত কয়েক বছর ধরে হাতির আক্রমণে প্রাণহানিও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

এতে অতিষ্ট ও ক্ষতিগ্রস্ত মানুষ হাতি সরিয়ে নেওয়ার দাবিতে শুরু করেছে বিক্ষোভ।

আন্দোলনের মুখে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের আশ্বাস দেওয়া হলেও হাতিগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বনবিভাগের সক্ষমতা কতটুকু- সে বিষয়টি মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

বনবিভাগের কর্মকর্তাদের ভাষ্য, এ বন্য হাতিগুলো অনেক শক্তিশালী এবং বনেই তাদের বিচরণ। এসব বন্য হাতিকে অবচেতন করার চেষ্টা করা হলে সেগুলো গভীর বনাঞ্চলে ঢুকে যাবে, যেখান থেকে তাদের উদ্ধার করে আনার মত সক্ষমতা তাদের নেই। সবমিলিয়ে হাতি সরিয়ে নেওয়ার কাজটি ‘ঝুঁকিপূর্ণ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন