মাত্র দেড় কোটিতে ৫টি বাংলাদেশের সমান এলাকা যুক্তরাষ্ট্রের কাছে বেচে দেয় ফ্রান্স

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

গ্রিনল্যান্ড, কানাডা, মেক্সিকো উপসাগর, পানামা খাল—দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই সব কিনে ফেলতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চাইলেই কি কিনে ফেলা যায় অন্য কোনো দেশের ভূখণ্ড বা জলসীমা? এখন হয়তো যায় না। তবে আজ থেকে দুই শ বছর আগে এমন কেনাবেচার অনেক দৃষ্টান্ত আছে।


লুইজিয়ানা অঞ্চল এরই একটি উদাহরণ। ১৮০৩ সালের আজকের এই দিনে (১১ এপ্রিল) তৎকালীন মার্কিন সরকারের কাছে ৮ লাখ ২৮ হাজার বর্গকিলোমিটারের বিশাল এই ভূখণ্ড মাত্র দেড় কোটি ডলারে বিক্রির প্রস্তাব দেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়নের ঐতিহাসিক এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আয়তন দ্বিগুণ হয়ে যায়। শুধু ভূখণ্ডের সম্প্রসারণই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি–বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি।

১৭৫৬ থেকে ১৭৬৩ সাল পর্যন্ত ফ্রান্স, ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় শক্তির মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ চলছিল। যে যুদ্ধের শেষে ১৭৬২ ফন্টেইনব্লিউ চুক্তির আওতায় আলোচিত লুইজিয়ানা অঞ্চল স্পেনের হাতে তুলে দেয় ফ্রান্স। পরে উনিশ শতকের একেবারে শুরুর দিকে স্যান ইলডেফেনসো নামে এক চুক্তির মাধ্যমে আবার স্পেনের কাছ থেকে লুইজিয়ানার মালিকানা ফিরিয়ে আনেন নেপোলিয়ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও