চৈত্রসংক্রান্তিতে সোহরাওয়ার্দীতে ১২ ব্যান্ডের কনসার্ট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ২৩:৩০

এবারের বাংলা বর্ষবরণে অন্য আয়োজনের পাশাপাশি থাকছে ব্যান্ড সংগীতের পরিবেশনা।


'মাইলস', 'ওয়ারফেজ', 'ভাইকিংস'সহ ১২টিব্যান্ড নিয়ে দুইদিনব্যাপী কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।


দেশজুড়ে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের নানা আয়োজনের খবর দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, চৈত্রসংক্রান্তির দিনে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ১২টি ব্যান্ডের পরিবেশনা থাকছে


'মাইলস', 'ওয়ারফেজ', 'ভাইকিংস' ছাড়াও গান শোনাবে 'এভয়েড রাফা', 'দলছুট', 'লালন' ও 'সুফি’।


সেদিন বেশ কিছু পাহাড়ি ব্যান্ডও গাইবে। তারা হল ব্যান্ড 'এফ মাইনর', 'মারমা ব্যান্ড লালং', 'ত্রিপুরা ব্যান্ড ইমাং', 'খাসিয়া ব্যান্ড ইউনিটি' ও 'চাকমা ব্যান্ড ইনভোকেশন'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও