একবার চার্জে ১০০ ঘণ্টা চলবে এই ইয়ারবাড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ২৩:২৭

বর্তমানে ইয়ারবাডস সবারই খুব পছন্দ। ছোট্ট চার্জিং কেস সমেত এদিক-ওদিক নিয়ে যাওয়াও সহজ। পোশাকে একটা প্যাকেট কিংবা ব্যাগে অল্প একটু জায়গাই যথেষ্ট। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড বাজারে আনছে।


জনপ্রিয় সংস্থা বোট নতুন একটি ইয়ারবাড আনছে বাজারে। বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১০০ ঘণ্টা পর্যন্ত।


বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে ইন-ইয়ার ডিজাইন রয়েছে। মাল্টিপয়েন্টে কানেক্টিভিটি রয়েছে এই ডিভাইসে। অর্থাৎ দুটো ডিভাইসের মধ্যে এই ইয়ারবাডস সুইচিং করা যাবে ইয়ারফোন বন্ধ না করেই, চালু থাকা অবস্থায়।


ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে। এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার্স। এর পাশাপাশি পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও