
যে ৩ কারণে ত্বকে দ্রুত বলিরেখা পড়ে যায়
বয়সের সাথে সাথে ত্বকে বলিরেখা দেখা দেয় স্বাভাবিকভাবেই। তবে সচেতন থাকলে কিন্তু অনেক দিন পর্যন্ত ঠেকিয়ে রাখা যায় ত্বকের বলিরেখা পড়াকে। স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং সঠিক উপায়ে রূপচর্চা ত্বক মসৃণ এবং টানটান রাখবে। তবে বলিরেখাহীন ত্বক চাইলে আগে জানতে হবে কোন কোন কারণে ত্বকে সময়ের আগেই বলিরেখা পড়ে যায়।
১। এক্সফোলিয়েশনের অভাবে ত্বক দ্রুত বুড়িয়ে যেতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে মৃত কোষ আরও বেশি জমতে থাকে। যার ফলে ত্বক নিষ্প্রাণ দেখায়। ত্বক থেকে মৃত কোষ সরিয়ে ফেলার জন্যই এক্সফোলিয়েশন জরুরি।
২। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার না করার কারণে দ্রুত বলিরেখা পড়ে যেতে পারে ত্বকে। কারণ ত্বক যদি স্বাভাবিক আর্দ্রতা হারায় তা হলে রুক্ষ হয়ে যায়। রুক্ষ ত্বক বলিরেখার অন্যতম কারণ।
৩। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস নেই? অজান্তেই কিন্তু ক্ষতি করছেন ত্বকের। সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি ত্বককে রুক্ষ করে তোলে। এ ধরনের ত্বকে বলিরেখা দেখা দেয় দ্রুত।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের বলিরেখা দূর