
শচীনের সেই কথার প্রেক্ষিতে আইসিসি নিয়ম তাহলে বদলাচ্ছে
ক্রিকেটের নিয়ম ঘন ঘন বদলায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অনেক সময় বোর্ড সদস্যদের কোনো নিয়ম পছন্দ না হলে সেটা পরিবর্তনের সুপারিশ করা হয়। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার একটি নিয়ম বদলাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ানডেতে প্রতি ইনিংসে দুই প্রান্তে দুটি নতুন বলে খেলা হচ্ছে অনেক দিন ধরেই। এবার জিম্বাবুয়েতে চলমান আইসিসির বোর্ড সভায় এই নিয়মের পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে বলে ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইনিংসের শুরুতে প্রথম দিকে নতুন দুই বলেই খেলা হবে। কিন্তু ২৫ ওভারের পর বাকি ইনিংস একটি বলেই খেলা হবে। কোন বল বোলিং দল ঠিক করবে যে কোন বলটি রাখা হবে।এভাবে অন্তত একটা বল ম্যাচের শেষদিকে ২৫ এর বেশি ওভার খেলা যাবে। তাতে রিভার্স সুইং সম্ভব হবে।
বর্তমানে প্রতিটি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বলে বোলিং শুরু করা হয়। তাতে একেকটি বল দিয়ে ২৫ ওভার করে বোলিং করা হয়। ফলে বলটি বেশি পুরনো হয় না। রিভার্স সুইং পেতে বোলারদের যে একটু বেগ পেতে হয় সেটা শচীন টেন্ডুলকার আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি অনেক আগেই বলেছিলেন, ‘ওয়ানডেতে দুই নতুন বল থাকলে একটা ঝামেলা পেকে যায়। রিভার্স সুইয়ের জন্য বলগুলো পর্যাপ্ত সময় পায় না। ডেথ ওভারের জন্য অপরিহার্য রিভার্স সুইং আমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি না।’