
সবজির বাজার চড়াই, গায়ের দামে ‘মিলছে না’ বোতলের সয়াবিন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ২২:০৮
ঈদের দুই-একদিন আগে কিছুটা বেড়ে যাওয়া মুরগির দাম কমেছে বাজারে। তবে, রোজার শেষভাগে এসে বেড়ে যাওয়া অধিকাংশ সবজির দাম ‘সরবরাহ কম’ থাকার অজুহাতে আগের মতই চড়া।
বাজারে বোতলের সয়াবিন তেলের সরবরাহ দেখা গেলেও গায়ের দাম থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
শুক্রবার রাজধানীর সাত তলা বাজার ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দামের কিছুটা ওঠানামা হলেও অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। প্রতি কেজি উচ্ছে ৮০, করলা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ থেকে ১১০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতি কেজি ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কাঁচামরিচ কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।