
সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ফের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, সাভার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ডাকাত অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে ব্যাংক টাউনে এলাকাতেই নেমে যায়।
তাইফুর রহমান নামে এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, আমার পরিবারের সদস্যদের নিয়ে সাভার পরিবহনের বাসে করে ঢাকা যাচ্ছিলাম। এ সময় পথে ব্যাংক টাউন এলাকায় বাসটি পৌঁছালে কয়েকজন ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। তখন আমার স্ত্রীর স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাতদল।’ এই বলে ক্ষোভ প্রকাশ করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাসে ডাকাতি