
২০০ ভাষায় কথা বলেন ‘এআই সৌরভ’!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১৩:৫০
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হলো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নতুন অবতার। এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে ২০০টি ভাষায় কথা বলতে পারে এই অবতার। বিজ্ঞানের এমন কৃতিত্ব দেখে চমকে গিয়েছেন সাবেক এই ক্রিকেটার নিজেই।
এআই অবতার উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠান থেকে নানা বিষয়ে মন্তব্যও করেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। কেকেআর থেকে শুরু করে মোহনবাগান-খেলার দুনিয়া নিয়ে কথা বলেন সৌরভ।
উত্তরসূরি মাহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী। তার মতে, ধোনি যদি খেলেন তাহলে অধিনায়ক হিসেবেই খেলা উচিত। ধোনির সেরা পারফরম্যান্স বের করে আনে তার নেতৃত্বই।