
গরমে ঘামছে মাথার ত্বক? ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে যেভাবে যত্ন নেবেন
এখন রোদের যে তাপ তাতে ত্বকের সঙ্গে ঘামছে মাথার ত্বক বা স্ক্য়াল্পও। সে কারণে ঘাম জমে আঠালো ও রুক্ষ হয়ে যায় চুল। তার গোড়ায় দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে ঠান্ডা লেগে মাথাব্যথা তো হতেই পারে, সঙ্গে হতে পারে মাথার ত্বকে চুলকানি। এ ছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানান সমস্যা। গরমে এই সমস্যা কমবেশি সবারই হয়। তবে নিয়মিত চুলের প্রয়োজনীয় দেখভাল করলে গরমকালেও মাথার ত্বক ও চুলের সুস্বাস্থ্য বজায় থাকবে।
গরমে মাথার ত্বকে যেসব জীবাণু সংক্রমণ ঘটতে পারে
ম্যালাসেজিয়া নামে একধরনের ছত্রাক রয়েছে। সেটি থেকে কনটাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এর ফলে মাথার ত্বক খুশকিতে ভরে যাবে এবং ত্বক থেকে আঁশের মতো ছাল উঠতে শুরু করবে। চুল আঁচড়াতে গেলেই মাথার ত্বকে জ্বালা হবে।
ব্যাকটেরিয়ার কারণে মাথার ত্বকে সংক্রমণ গরমের সাধারণ সমস্যা। ভালো করে শ্যাম্পু না করলে এবং ভিজে চুল দীর্ঘ সময় বেঁধে রাখলে মাথার ত্বকে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। ফলে ব্রণ ও ফুসকুড়ি এবং লালচে র্যাশ দেখা দেয়। মাথার সামনের দিকেও গুটি গুটি র্যাশ বেরোতে থাকে।
গরমে ছোট ছোট পোকার কামড় থেকেও মাথার ত্বকে অ্যালার্জি হতে পারে। ঠিকমতো স্নান না করলে বা মাথায় ঘাম বসে গেলে এমন পোকার উপদ্রব হয়। এদের কামড়ে মাথার ত্বকে জ্বালা করে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মাথার ত্বক
- জীবাণু সংক্রমণ