
ছয় গুণ পারিশ্রমিক বৃদ্ধি, সিনেমাপ্রতি এখন কত পান সানি
প্রথম আলো
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১৩:৪০
সানি দেওলকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় প্রতিবছরই সিনেমা করছিলেন বটে, তবে সেগুলো মনে রাখার মতো কিছু ছিল না। কিন্তু ‘গদার ২’ দিয়ে প্রবলভাবে ফিরে আসেন নব্বই দশকের এই অ্যাকশন তারকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদার ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি।
আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি অভিনীত নতুন সিনেমা ‘জাট’। মুক্তির আগে ট্রেলার প্রশংসিত হয়েছে, মনে করা হচ্ছে এ সিনেমাটি দিয়ে আরও একটি হিট উপহার দেবেন সানি।
১০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘জাট’। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এ ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক। এর আগে তিনি ‘গদার ২’ ছবিটির জন্য পেয়েছিলেন মাত্র আট কোটি রুপি! অর্থাৎ মাত্র বছর দুয়েকের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি।
- ট্যাগ:
- বিনোদন
- পারিশ্রমিক
- সিনেমায় অভিনয়
- সানি দেওল