
হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রাইভেসি ফিচার
মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ব্যবহারকারীদের গোপনীয়তা এবং সুরক্ষা প্রদানে হোয়াটসঅ্যাপ দিন দিন আরও উন্নত হচ্ছে। এজন্য হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচারও। যা চ্যাট হিস্ট্রিকে আরও সুরক্ষিত করে তুলবে।
প্রাইভেসি প্রোটেকশন বাড়াতে তাদের নিরবচ্ছিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্ল্যাটফর্ম অ্যাডভান্সড সেটিংস আনছে। এতে কথোপকথন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীরা নানা কিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন।
অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সন থেকে যে তথ্য জানা গিয়েছে, সেটি হলো, প্রাইভেসি-ফোকাসড সেটিংয়ের উপর কাজ করছে অ্যাপ। যা আসন্ন আপডেটে রোলআউট হতে পারে। এই নয়া বিকল্প সুরক্ষার একটি অতিরিক্ত প্রলেপ দেবে।
আসলে এর জন্য প্রাপকের গ্যালারিতে ইমেজ এবং ভিডিওর মতো মিডিয়া ফাইল অটোসেভড হবে না। বর্তমানে ডিজেপেয়ারিং মেসেজে এনেবল করা চ্যাটেই এই রেসট্রিকশনের সুবিধা মেলে। যদিও রেগুলার চ্যাটের ক্ষেত্রেও এখন এই ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। যারা অপট-ইন করবেন, তাদের ক্ষেত্রে এই ফিচার কাজ করবে। যার ফলে শেয়ার করা বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা যাবে।