You have reached your daily news limit

Please log in to continue


পৃথিবীর কক্ষপথে দুটি ডেটা সেন্টার বসানোর পরিকল্পনা অ্যাক্সিওম স্পেসের

২০২৫ সালের শেষ নাগাদ পৃথিবীর নিম্ন কক্ষপথে একজোড়া অরবিটাল ডেটা সেন্টার বা ওডিসি নোড বসানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ অবকাঠামো উন্নয়ন কোম্পানি অ্যাক্সিওম স্পেস।

বাণিজ্যিকভাবে মহাকাশ স্টেশন বানানোর পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির এবং ক্রু মিশন চালুর জন্য ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর ক্যাপসুল ব্যবহার করবে তারা।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ‘কলোরাডো স্প্রিংস’ শহরে ‘ন্যাশনাল স্পেস সিম্পোজিয়াম’-এ এমন ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

‘কেপলার কমিউনিকেশনস’ অপটিক্যাল রিলে নেটওয়ার্কের অংশ হিসেবে থাকা এসব নোড ভূমির অবকাঠামো থেকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্বাধীনভাবে কাজ করতে পারবে।

অন্যান্য ‘স্মার্ট’ স্যাটলাইটের মতো এগুলোর অনবোর্ড কম্পিউট ও স্টোরেজ ক্ষমতাও থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ প্রযুক্তি বিষয়ক সাইট রেজিস্টার।

তবে, মহাকাশের এমন সীমানায় ডেটা সেন্টার বসানোর বিষয়টি নতুন কিছু নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন