
বাংলা নববর্ষে বঙ্গে আসছে 'ননসেন্স'
শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজ 'ননসেন্স' দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই সিরিজটি আসছে পহেলা বৈশাখ উপলক্ষে।
ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার , শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।
'ননসেন্স' সিরিজের গল্প ধারণা টনি মাইকেল গোমেজের। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য করেছেন রাকেশ বসু।
সিরিজের গল্প নিয়ে নির্মাতা গ্লিটজকে বলেন, "এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়, একই অ্যাপার্টমেন্টে থাকা দুইটি ভিন্ন চিন্তাধারার দুইটি পরিবারের গল্প।
"গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন যুগিয়ে চলতে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্দ্ব এবং কী সেই ঘটনা সেই গল্পই দেখা যাবে সিরিজে।"
ঢাকার বিভিন্ন প্রান্তে সিরিজের দৃশ্যধারণের কাজ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ।
- ট্যাগ:
- বিনোদন
- বাংলা নববর্ষ
- ওয়েব সিরিজ