You have reached your daily news limit

Please log in to continue


বিশেষ কিছুর আভাস পেয়েছিলেন ফাহিমা, নির্দিষ্ট লক্ষ্য ছিল না সুমনার

নবম ওভারে আক্রমণে এসে প্রথম বলে সাফল্য পেলেন ফাহিমা খাতুন। এরপর একে একে নিলেন আরও ৪ উইকেট। সবার শেষে বল হাতে নিয়ে শিকারের জন্য জান্নাতুল ফেরদৌস সুমনার অপেক্ষা করতে হলো মাত্র ২ বল। ফাহিমার আগে তিনিই পূর্ণ করলেন ৫ উইকেট। একইসঙ্গে ইতিহাসে উঠে গেল বাংলাদেশের নাম।

আইসিসি উইমেন'স বিশ্বকাপের বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নিয়েছেন ফাহিমা ও সুমনা। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেটের ঘটনা এটিই প্রথম। ম্যাচ শেষে ফাহিমা বললেন, বল হাতে নিয়েই বুঝতে পেরেছিলেন বিশেষ কিছু অর্জন করতে পারেন। তবে আলাদা কোনো ভাবনা ছিল না সুমনার।

লাহোরে বৃহস্পতিবার নিগার সুলতানার ৮০ বলে ১০১ ও শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের সৌজন্যে নিজেদের রেকর্ড ২৭১ রান করে বাংলাদেশ। পরে ফাহিমা ও সুমনার দুর্দান্ত বোলিংয়ে ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশ পায় ১৭৮ রানের রেকর্ডগড়া জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন