
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল সহিংসতা চালানোর সাহস পেত না: মির্জা আব্বাস
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ ও সংহতি র্যালি করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের ঢল নামে।
নয়াপল্টনে র্যালিপূর্ব সমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফিলিস্তিনে যে নারকীর অত্যাচার-হত্যা হচ্ছে, তা দেখে আমাদের মনে হতে পারে যে শুধু তাদের ওপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়। একসময় তারা ধীরে ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না বলেও এ সময় মন্তব্য করেন আব্বাস। তিনি বলেন, ‘ইরাক-ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না।’