অলিম্পিকের কাছে বিদেশি কোচ চায় ফেডারেশনগুলো

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ২০:৫০

বাংলাদেশের ক্রীড়াবিদ ও সংগঠকরা এসএ গেমসের জন্য অপেক্ষায় থাকেন। ২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে এসএ গেমসের সময়সূচি নির্ধারণ হওয়ার পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটু আশার সঞ্চার হয়েছে। যাকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) বিকেলে বিওএ ভবনে ১৭টি ব্যক্তিগত ডিসিপ্লিনের ফেডারেশনের সঙ্গে এসএ গেমস নিয়ে আলোচনা সভায় বসেছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। 


গেমসের মূল ডিসিপ্লিন অ্যাথলেটিক্স ও সাঁতার। দুই ফেডারেশনই এসএ গেমসের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিদেশি কোচ ও ট্রেনিংয়ের সুবিধা চেয়েছে ফেডারেশনের কাছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘আমরা ইতোমধ্যে সাফ অ্যাথলেটিক্সের ক্যাম্প শুরু করছি। মে মাসের পরও আমরা এই ক্যাম্পের ধারাবাহিকতা রাখতে চাই। এজন্য অলিম্পিকের সহায়তা চেয়েছি। পাশাপাশি স্প্রিন্ট ও জাম্পের জন্য বিদেশি কোচ প্রয়োজন। সেটাও অলিম্পিককে জানিয়েছি।’


২০১৬ সালে শিলং-গৌহাটি এসএ গেমসে মাহফুজা খাতুন শিলা রেকর্ডসহ দুটি স্বর্ণ জিতেছিলেন। ২০১৯ সালে সাঁতার সেই ধারাবাহিকতা রাখতে পারেনি। সাত বছর পর আবারও এসএ গেমসে স্বর্ণ জয়ের প্রত্যাশা সাঁতার ফেডারেশনের নতুন কমিটির। এজন্য তারাও বিদেশি কোচের প্রয়োজন মনে করছেন বলে জানান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, ‘আমরা নেদারল্যান্ড, কোরিয়াসহ আরও কয়েকটি দেশে কোচের বিষয়ে আলাপ করছি। আমরা নিজেরাই কোচ আনব। অলিম্পিকের আর্থিক সহায়তা পেলে ভালো হয়।’ সাঁতার, অ্যাথলেটিক্সের মতো বক্সিং, স্কোয়াশ, ব্যাডমিন্টনসহ আরও কয়েকটি ফেডারেশন বিদেশি কোচের অর্থায়নে অলিম্পিকের সহায়তা প্রত্যাশা করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও